image

আপনি একটা বিষয় নিয়ে কষ্ট পাচ্ছেন।
বারবার মনে পড়ছে। স্মৃতিচারণ করে
নিজেকে নিজে কষ্ট দিচ্ছেন। কী
লাভ এতে? এভাবে কষ্ট পেয়ে, স্ট্রেস
নিয়ে কোনো লাভ আছে? তার চেয়ে
বরং ভুলে যান। সবকিছু সহজ স্বাভাবিক
ভাবে নিন। নিজের জীবনে কিছু
আনএক্সপেক্টেড ঘটনা ঘটার পরও মুখে
সবসময় হাসি দেখে এক ভাই কনফিউজড
হয়ে জিজ্ঞেস করেছিলেন,
“ভাই আপনি এখনো হাসছেন? আমারই
তো খারাপ লাগছে!”
বলেছিলাম, “হা হা ভাই! আমরা
আল্লাহর যেকোনো ফায়সালার উপর
সন্তুষ্ট!”
.
হ্যাঁ, আমাদের আল্লাহর যেকোনো
সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকতে হবে।
তিনি কখনো আমাদের উপর অবিচার
করেন না। তিনি আমাদের জন্য যা
উত্তম তাই করেন। আল্লাহ্ সুবাহানাহু
ওয়া তা’অালা যদি আমাদের
দেখিয়ে দিতেন কিভাবে তিনি
সমস্যাগুলোর সমাধান করেন তো আমরা
কৃতজ্ঞতা সহকারে তাঁর দরবারে
সিজদায় পড়ে থাকতাম। তাই আল্লাহর
উপর দৃঢ় বিশ্বাস রাখুন। সব কষ্ট ভুলে যান।
জীবনকে সহজভাবে নিন। যেকোনো
সমস্যা ঠান্ডা মাথায় মোকাবেলা
করুন। সর্বাবস্থায় আল্লাহ্
আজ্জাওয়াজালের উপর ভরসা রাখুন,
কৃতজ্ঞ থাকুন আমাদের রবের প্রতি।
.
তিনি আপনাকে ঠকাবেন

Advertisements

ছালাতের রুকন সমূহ

*** ছালাতের রুকন সমূহ***
→ ‘রুকন’ অর্থ স্তম্ভ। এগুলি অপরিহার্য
বিষয়। যা ইচ্ছাকৃত বা ভুলক্রমে
পরিত্যাগ করলে ছালাত বাতিল
হয়ে যায়। যা ৭টি। যেমন- Continue reading “ছালাতের রুকন সমূহ”