আবূ হুরাইরা
রাদিয়াল্লাহু ‘আনহু থেকে
বর্ণিত। তিনি বলেন,
একদা
আমরা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু ‘আলাইহি
ওয়াসাল্লামএর কাছে
উপস্থিত ছিলাম।
তখন তিনি
কোন বস্তুর গড়িয়ে পড়ার শব্দ
শুনতে পেলেন। তিনি
জিজ্ঞেস করলেনঃ এটা
কিসের শব্দ তা কি তোমরা
জানো? আমরা বললাম,
আল্লাহ ও তার রাসূলই
ভালো জানেন। তিনি
বলেনঃ এটা একটি পাথর যা
সত্তর বছর পূর্বে জাহান্নামে
নিক্ষেপ করা হয়েছিল।
অদ্যাবদি তা জাহান্নামেই
গড়াচ্ছিল এবং এখন গিয়ে
তার গর্তে পতিত হয়েছে।
তোমরা এর পতনের শব্দই
শুনতে পেলে।
(ইমাম মুসলিম এ
হাদীস উদ্ধৃত করেছেন।)
_____________________________
[ ﺃﺧﺮﺟﻪ : ﻣﺴﻠﻢ 8/150 ( 2844 )]
[মুসলিম: 8/150 ( 2844 )]
[1- ﻗﺎﻝ ﺍﻟﻨﻮﻭﻱ ﻓﻲ ﺷﺮﺡ ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ
9/154 ﻋﻘﻴﺐ ( 2845 ) : ( ( ﻣﻌﻨﺎﻫﺎ
ﺍﻟﺴّﻘﻄﺔ ))]
Advertisements