। আনাস রাদিয়াল্লাহু
‘আনহু থেকে বর্ণিত।
।
একদা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
‘আলাইহি ওয়াসাল্লাম
আমাদের সামনে ভাষণ দান
করেন যার অনুরূপ আমি আর
কখনো শুনিনি।
।
তিনি
বলেনঃ আমি যা জানি
তোমরা যদি তা জানতে
পারতে, তবে নিশ্চয়ই খুব কম
হাসতে এবং খুব বেশি
কাঁদতে। একথা শুনে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
‘আলাইহি ওয়াসাল্লামএর
সাহাবীগণ কাপড়ে মুখ ঢেকে
ফেললেন এবং ডুকরে কাঁদতে
শুরু করেন।
।
(ইমাম বুখারী ও ইমাম
মুসলিম হাদীসটি বর্ণনা
করেছেন।)
।
অপর এক বর্ণনায় আছেঃ একদা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
‘আলাইহি ওয়াসাল্লাম তার
সাহাবীদের কাছ থেকে
কোন ব্যাপারে কিছু শুনতে
পেয়ে একটি।ভাষণ দেন।
তাতে তিনি বলেনঃ আমার
সামনে জান্নাত ও
জাহান্নাম পেশ করা
হয়েছে। সেদিনের মতো
ভালো আর মন্দ আর কখনো
দেখিনি। আমি এ ব্যাপারে
যা জানি, তোমরাও যদি
তা জানতে পারতে তবে
অবশ্যই হাসতে খুব কম এবং
কাঁদতে খুব বেশি।
রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু ‘আলাইহি
ওয়াসাল্লাম এর
সাহাবীদেও উপর এদিনের
মতো কঠিন দিন আর
আসেনি। তাই তারা তাদের
মাথা ঢেকে ফেলেন এবং
ডুকরে কাঁদতে থাকেন। আল
খানিন অর্থ নাকের বাঁশির
শব্দসহ ফুঁপিয়ে কান্নাকাটি
করা।
।
_____________________________
[ ﺃﺧﺮﺟﻪ : ﺍﻟﺒﺨﺎﺭﻱ 6/68 ( 4621 ) ، ﻭﻣﺴﻠﻢ
7/92 ( 2359 ) ( 134 )]
[বুখারী: 6/68 ( 4621 ), মুসলিম:
7/92 ( 2359 ) ( 134 )]