হাদীসে কুদসীতে রয়েছে, আবূ
হুরায়রা রাদিআল্লাহু আনহু
থেকে বর্ণিত, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেন, ‘আল্লাহ
বলেছেন, রোযা ছাড়া আদম
সন্তানের প্রতিটি কাজই তার
নিজের জন্য; শুধু রোযা ছাড়া।
কারণ, তা আমার জন্য। তাই আমিই এর
প্রতিদান দেব। রোযা ঢাল স্বরূপ।
রোযা রাখার দিন তোমাদের কেউ
যেন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং
ঝগড়া বিবাদ না করে। যদি কেউ
তাকে গালি দেয় অথবা তার সাথে
ঝগড়া করে তাহলে সে যেন বলে
আমি
রোযাদার। যাঁর হাতে মুহাম্মদের
জীবন তাঁর শপথ! অবশ্যই (অনাহারের
দরুণ সৃষ্ট) রোযাদারের মুখের গন্ধ
আল্লাহর কাছে মিশকের সুগন্ধির
চেয়েও সুগন্ধিময়। রোযাদারের
জন্য রয়েছে দু’টি আনন্দের সময় :
একটি হলো ইফতারের সময় আর অপরটি
(কিয়ামতের দিন) তার প্রভুর সাথে
সাক্ষাতের সময়।’ [বুখারী : ১৯০৪;
মুসলিম : ২৭৬২]
Advertisements